স্বল্পগল্প: ২

লেখক: শায়েখ আতিক উল্লাহ আতিক।

একদল লোক বনের মধ্য দিয়ে কোথাও যাচ্ছিল। পথিমধ্যে, তাদের মধ্যে দুজন লোক ভুলক্রমে এক গভীর গর্তে পড়ে গেল।
অনেক চেষ্টা করেও দুজনের কাউকে তুলে আনা গেল না। শেষে তারা চেষ্টায় ক্ষান্ত দিল।

পড়ে যাওয়া দুজন, লাফিয়ে বের হওয়ার চেষ্টা করল। কোন কাজ হল না। গর্তটি অত্যন্ত গভীর। উপর থেকে লোকেরা চীতকার করে বলল: চেষ্টা করে লাভ নেই। এ গর্ত সীমাহীন গভীর। তোমরা উঠে আসতে পারবে না। আমাদের পক্ষেও তোমাদেরকে সাহায্য করা অসম্ভব। এ গর্তেই তোমাদেরকে মরতে হবে।

দুজনের একজন আসলেই লাফালাফি করতে গিয়ে মারা পড়ল। আরেক জন চেষ্টা করে যেতে লাগল। উপর থেকে অন্যরা বলতে লাগল, চেষ্টা করে তো লাভ নেই। শুধু শুধু পন্ডশ্রম। কিন্তু লোকটি চেষ্টা করেই যেতে লাগল।

একসময় লোকটি বের হয়ে আসল। লোকেরা বিস্মিত হয়ে প্রশ্ন করল কিভাবে বের হয়ে আসলে? অনেক প্রশ্ন করেও তারা কোন উত্তর পেল না।

তারা অবাক হয়ে লক্ষ্য করে দেখল, লোকটি বধির ও বোবা, কথা বলতে পারে না। লোকটি ভেবেছিল উপর থেকে অন্যরা তাকে উতসাহ দিচ্ছে।
অন্যের কথায় কান না দিয়ে অনবরত নিজের কাজে চেষ্টা চালিয়ে যাওয়া উচিত।
ইয়া আল্লাহ! আমাদেরকে ইবাদতে দায়িম কায়িম রাখুন। আমীন।

আরো পড়ুন পোস্ট করেছেন

Comments

লোড হচ্ছে...
শেয়ার হয়েছে