স্বল্পগল্প: ৬

লেখক: শায়েখ আতিক উল্লাহ আতিক।

ইউরোপের এক দেশে। একটি ওয়াশরূমে (গণ গোসলখানায়) একজন মুসলিম যুবক জোহরের ওজু করছে। এরমধ্যে ওয়াশরূমে এক ইহুদি যুবকও প্রবেশ করল।
ইয়াহুদি যুবকটি বলল:

তোমরা মুসলমান বড্ড নোংরা। তোমরা তোমাদের নোংরা পা পরিষ্কার জায়গাগুলোতে যত্রতত্র রাখো। আমরা সেখানে হাত-মুখ ধুই সেখানে তোমরা তোমাদের নোংরা পা ধোও।

মুসলিম যুবকটি উত্তর দিল:
তুমি দিনে কয়বার মুখ ধৌত করো?
যুবকটি এমনতরো খাপছাড়া প্রশ্নে কিছুটা অবাক হলেও উত্তর দিল:
সকালে একবার ধুই।
আবার কখনো প্রয়োজন দেখা দিলে দু’বারও ধোয়া হয়।

মুসলিম যুবকটি বলল:
আমরা দিনে পাঁচবার পা ধৌত করি।
এখন বল দেখি, কোনটা বেশি পরিচ্ছন্ন, আমার পা নাকি তোমার চেহারা?

ইয়া আল্লাহ! যেখানেই থাকি, যেভাবেই থাকি নামাজের সময় হলে তা আদায় করে নেয়ার তাওফীক দান করুন। আমীন।

আরো পড়ুন পোস্ট করেছেন

Comments

লোড হচ্ছে...
শেয়ার হয়েছে