মা !

মা !

তার’ই নাম ‘মা’ , যার হয় না কোন তুলনা
পৃথিবীতে এমন আপন,আর কাউকে পাবোনা ।

আল্লাহ তায়ালার পরে যাদের বেশি ভালবাসা যায়
রাসূলে’র(সাঃ) পরে সে যে, ‘মা’ ছাড়া আর কেউ’ই নয়

কষ্ট করে যে ‘মা’ আমায় করে ছিল গর্ভে ধারন
ঘূর্নাক্ষরেও আমি যেন ,হই না তার কষ্টের কারন

হতে দেইনি যে ‘মা’ আমায় কোন কিছুর অভাব বোধ
চামড়া খুলে জুতা পরালেও,হবে না যে, সে ঋন শোধ ।

জন্ম থেকে যে মা আমায় করে ছিল লালন-পালন
বৃদ্ধ কালে আমি যেন , হই তার শেষ অবলম্বন ।

আরো পড়ুন পোস্ট করেছেন

Comments

লোড হচ্ছে...
শেয়ার হয়েছে