আপনি কি হতে পারেন।

মূল: সৈয়দ আবুল হাসান আলী নদভী।
সংকলন: তানভির রাজ ইবন আদাম।

আপনি শুধু আপনার শহর কিংবা দেশ নয় বরং গোটা মুসলিম জাতির ভাগ্য পরিবর্তন করে দেওয়ার যোগ্যাতা অর্জন করতে পারেন । আপনি হতে পারেন পরশ পাথর । আপনার যাদুকরি ছোয়ায় একজন নাফরমান ও খোদদ্রোহী ব্যক্তিও হয়ে উঠতে পারে ওলীয়ে কামেল । যেখানে আপনার আগমন ঘটবে , সেখানে আগমন ঘটবে বসন্তের । বদলে যাবে তথাকার সমাজ ও পরিবেশ ।আজকের এই যুগেও আপনার মধ্যে সৃষ্টি হতে পারে এরুপ যোগ্যতা ও প্রভাব বিস্তারী আত্নিক শক্তি । অসংখ্য ব্যক্তি আপনার বদৌলতে লাভ করতে পারে জান্নাতী হওয়ার সৌভাগ্য

সন্দেহ নেই , নবুয়াতের ধারার সমাপ্তি ঘটেছে , কিন্তু আপনি হতে পারেন -আল্লাহ ত’আলার বিশেষ নিদর্শনসমুহের এক বিশেষ নির্দশন , হতে পারেন হুজ্জাতুল ইসলাম , শায়খুল ইসলাম , সর্বোপরি আপনি হতে পারেন একজন নায়েবে নবী । তবে এর জন্য আপনাকে একটি শর্ত পুরন করতে হবে , আপনাকে হতে হবে দৃড় সংকল্পবদ্ধ। অন্তরে পোষন করতে হবে দৃড় ইচ্ছা । কারন , আপনি মাদ্রাসায় ভর্তি হয়েছেন আল্লাহ জাল্লা শানুহুর নৈকট্য অর্জন করতে , তার সান্নিধ্য লাভ করতে , বিশিষ্ট ও পুর্ণাঙ্গ সব গুনের অধীকারীরুপে নিজেকে গড়ে তুলতে

আপনি যদি উন্নতি ও সফলতা লাভের অটল সিধান্ত গ্রহন করে থাকেন তাহলে জগতের প্রতিটি অনু-পরমানু পর্যন্ত আপনার সহায়তায় এগিয়ে আসবে । সমগ্র জগত আপনার সহায়তায় ওয়াক্ফ ও নিবেদিত হয়ে যাবে , আপনার কর্তব্য হল অন্তরে দৃর ইচ্ছা ও সংকল্প সৃষ্টি করা , আপনাকে তো হতে হবে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম

নিজেকে লীন হয়ে জীবনের সন্ধান তুমি লাভ কর
তুমি যদি আমার না হয়, না হলে …….

নিজের তো হও………..

আরো পড়ুন পোস্ট করেছেন

Comments

লোড হচ্ছে...
শেয়ার হয়েছে