যেসব আত্মীয়ার সাথে দেখা-সাক্ষাৎ বৈধ নয়।

লেখকঃ আব্দুল্লাহ আল মাছুম।
আমাদের আত্মীয়াদের মধ্যে এমন অনেক নারী রয়েছেন যাদের সাথে সাক্ষাৎ জায়েয নয়, কিন্ত আমাদের কেউ কেউ তা জানিনা। যেমন চাচী, মামী র সাথে দেখা দেয়া বৈধ নয়। বিষয়টি অনেকেই জিজ্ঞাসা করেন। তাই এখানে কোন ধরনের আত্মীয়াদের সাথে দেখা দেওয়া বৈধ আর কাদের সাথে দেখা দেওয়া বৈধ নয় তা ধারাবাহিকভাবে উল্লেখ করা হল-

যেসব আত্মীয়া নারীর সাথে দেখা দেওয়া বৈধ তারা নিম্নরুপ

——————————————————————
১.মা,পিতার স্ত্রী।

২. নানী, নানীর মা এভাবে উবর্ধ্বতন আত্মীয়াগণ।

৩. দাদী, দাদীর মা এভাবে তদুর্ধ্ব মাগণ।

৪. কন্যা, দৌহিত্র,প্রদৌহিত্রী তদ্রুপ পোত্রী, প্রপোত্রী এভাবে তদনিম্ম সকল স্তরের কন্যারা।

৫. ভগ্নি (সহোদর , বৈমাত্রীয় ও বৈপিত্রীয়) ।

৬.ফুফু (আপন,বৈমাত্রীয় ও বৈপিত্রীয়) ।

৭. খালা (আপন বৈমাত্রীয় ও বৈপিত্রীয়) ।

৮. ভ্রাতুষ্পুত্রী ( আপন বৈমাত্রীয় ও বৈপিত্রীয়) অনুরুপ তাদের কন্যা ও তদনিম্ন কন্যাগন।

৯. ভাগ্নি ( আপন বৈমাত্রীয় ও বৈপিত্রীয়) অনুরুপ তাদের কন্যা ও তদনিম্ন কন্যাগন।

১০. দুধ মা,দুধ বোন ।

১১.স্ত্রীর মাতৃবর্গ তথা স্ত্রীর মা ( শাশুড়ী) , নানী তদুর্ধ্ব মাতাসমূহ। অনুরুপ স্ত্রীর দাদী ও তদুর্ধ্ব মাতাসমূহ।

১২. স্ত্রীর কন্যা ( পূর্বের স্বামী থেকে) ,কন্যার কন্যা ও তদনিম্ন সকল কন্যা। ]

১৩.পুত্রবধু, পৌত্রের স্ত্রী এবং তদনিম্ন স্তরের সকল পৌত্রের স্ত্রীবর্গ। অনুরুপ দৌহিত্রের স্ত্রী এবং তদনিম্ন স্তরের দৌহিত্রের স্ত্রীবর্গ।

যেসব আত্মায়ী নারীদের সাথে দেখা দেওয়া বৈধ নয়।
———————————————————–

উপরোক্ত মহিলা আত্মায়ীগণ ছাড়া অন্যান্য সকল মাহিলা আত্মীয়া – অনাত্মীয়াদের সাতে পর্দা করা জরুরী। যেমন. চাচী, মামী. ভাবী, শালিকা , ভাতিজা বৌ, ভাগ্নে বৌ , খালা শাশুড়ী,স্ত্রীর বোন, ইত্যাদি। (এর ফেহরেস দীর্ঘ। এক্ষেত্রে শুধু বৈধতার ক্ষেত্রগুলো মনে রাখলেই যতেষ্ট, এতে দেখা করার অবৈধ ক্ষেত্রগুলো সহজেই মনে রাখা যাবে। )

(- রেফারেন্সঃ সূরা নিসা ২২-২৩, আহকামুল কুরআন ( ইমাম আবু বকর আল জাসসাস র.) ২/১২৩,,১২৬,১২৯; মারেফুল কুরআন ২/৩৫৮)

আরো পড়ুন পোস্ট করেছেন

Comments

লোড হচ্ছে...
শেয়ার হয়েছে