ঈদে মুরব্বিদের সময় দিন

আব্দুল্লাহ মুহাম্মাদ যুবায়ের

কেস স্টাডি
কিছু বৃদ্ধ-বৃদ্ধা ঈদে কিছু কথা বলেছেন। তাদের একটি উক্তি তুলে ধরলাম। তিনি বলেছেন- ঈদ আসলে সন্তানদের মুখে হাঁসি ফোটানোর জন্য এমন কোন কাজ নেই, যা করতাম না। সন্তানদের আনন্দ দেওয়ার জন্য যা করতে হত, সবই করেছি। অথচ সেই সন্তানরা এখন আমাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে গিয়েছে। কত ঈদ চলে যায়, অথচ তাঁদের না দেখা যায় না তাঁদের সাথে একটু কথা বলা যায়।

আমরা কি করি!
ঈদসহ বিভিন্ন আনন্দময় দিনে বাবা-মা সহ পরিবারের বড়রা আমাদের জন্য কত অর্থ ব্যয় করেছেন, কত কষ্ট করেছেন এবং কত সময় দিয়েছেন। কিন্তু আমরা কি করছি? হুম আমরা করছি ঠিক উল্টো কাজ।
আমরা যারা অবিবাহিত, তারা ঈদসহ বিভিন্ন উদযাপনে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। গার্ল ফ্রেন্ডকে সময় দিচ্ছি। বন্ধু-বান্ধবীদের সাথে ঘুরতে বের হচ্ছি, সারাদিন তাঁদের সাথে সময় ব্যয় করছি। চাপ দিয়েই হোক বা চাপ ছাড়াই হোক বাবা-মায়ের কাছ থেকে অর্থ নিয়ে তা অপাত্রে খরচ করছি।
আর যারা বিবাহিত, তারা স্ত্রী, শ্যালক-শ্যালিকা নিয়ে আনন্দ করতে ব্যস্ত থাকে। খবর নেওয়ার সময় থাকেনা বৃদ্ধ বাবা-মায়ের। অথচ এই বাবা-মা কতইনা আনন্দ দিয়ে দিয়েই এ সন্তানকে বড় করে গড়ে তুলেছে।

ধর্ম কী বলে

  • পবিত্র কুরআনে এসেছে- যদি বৃদ্ধ অবস্থায় তাঁদের একজন বা দুজনকে পাও, তাহলে তাদেরকে উফ শব্দটি বলো না এবং তাঁদের সাথে কড়া ভাষায় কথা বলো না বরং তাঁদের সাথে সম্মানের সাথে কথা বলো। এবং তাঁদের জন্য তোমার দয়ার বাহু অবনত করে দাও এবং বলো হে প্রভু, তাঁদের উপর তুমি দয়া কর, যেমন তারা আমাদের উপর করেছে শিশু অবস্থায়। (সূরা বনি ইসরাইল, আয়াত-২৩,২৪)
  • অন্যদিকে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন- আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। (আল আদাবুল মুফরাদ, হাদিসঃ ৬৪)

ঈদে আমাদের করণীয়

  • বৃদ্ধ-বৃদ্ধাদেরকে সময় দিন
  • তাদের সঙ্গে আড্ডা দিন
  • তাদের সুখ-দুঃখের গল্প শুনুন
  • একাকি থাকে বলে তারা আপনাদের সময় চায়- অন্তত একটা দিন তাদের সঙ্গে থাকুন
  • তাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যান
  • বিভিন্ন আত্মীয়দের বাসায় গিয়ে সময় কাটান
  • তাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করুন
  • তারা আজ যেন নিজেদেরকে নিঃসঙ্গ ভাবতে না পারে, যে কোনো উপায়ে সেটা নিশ্চিত করুন
  • কৃতজ্ঞচিত্তে তাদের পাশে থাকুন এবং দোয়া নিন

এভাবে, ইহকাল ও পরকালের সফলতা নিশ্চিন্ত করুন।