সকাল হবো

নেসার উদ্দিন রুম্মান

ভাবছি, এখন সকাল হবো।
মিষ্টি কোমল রোদের আলো

কাল যখনই চোখের পাতায়
শীতল-পেলব আভ ছড়ালো
তখন থেকেই ভাবছি কেবল—
এখন আমি সকাল হবো।
সকাল কেমন ঝঞ্ঝাবিহীন,
ফুলের মতো, পাখীর মতো,
শান্ত নিবিড় জলের মতো
যায় বয়ে যায় কেবল শুধু;
সকাল তো আর রাতের মতো রাত কভু নয়—
পীড়ায় কাতর কান্নামাখা বিরান ধু ধু।
সকাল এতই স্নিগ্ধ সপ্রাণ
ত্রিকালভোলা স্বর্গীয় গান—
ভাবতে গেলেই বেমক্কা সব শব্দ ভুলি;
তোমার দীঘল চুলের মতো
হুড়মুড়ি খাই জঘন-পাশে,
মগ্ন কোথাও মত্ত মাতাল ভৃত্ত দুলি।
অবধি কেবল যন্ত্রণা পাই বুকের ভেতর—
আর কত কাল পুঁজ জড়িয়ে নষ্ট রবো,
তারচে বড় সপ্রাণ স্নিগ্ধ ভোরের মতো—
এবার আমি পণ করেছি— সকাল হবো।