ঈদুল আযহাঃ সুন্নতের সাথে সারাদিন

তাওহীদ ইমদাদ

১। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা
২। মেসওয়াক করা

৩। ঈদের শুভেচ্ছাঃ ঈদের দিন সাধারণত আমরা ‘ঈদ মুবারাক’ বলে শুভেচ্ছা বিনিময় করি, এটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। সঠিক পদ্ধতি হচ্ছে ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা’ বলা । (শুয়াবুল ঈমান, খণ্ড ৩)
৪। নামাজের আগে গোসল করা। (সুনানু ইবনে মাজা, হাদীস-১৩১৫)
৫। সুগন্ধি ব্যবহার। (সুনানু ইবনে মাজা, হাদীস-১০৯৮)
৬। নিজের কাছে থাকা উত্তম পোশাক ব্যবহার করা (নতুন বানানো উদ্দেশ্য নয়)। (নাসবুর রায়াহ)
৭। ঈদুল আযহায় কিছু না খেয়ে নামাজে যাওয়া সুন্নত। (বুখারি, হাদীস-৯১০)
৮। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নত। (তিরিমিজি, হাদীস-৫৩০)
৯। আগে আগে ইদগাহে যাওয়া ।
১০। ঈদগাহে যাওয়া-আসায় ভিন্ন রাস্তা ব্যবহার করা সুন্নত। (বুখারি, হাদীস-৯৪৩)
১১। তাকবির বলতে বলতে ঈদগাহে যাওয়া সুন্নত। (দারে কুতনি)
১২। ঈদগাহে নামাজ পড়া। (বুখারি, হাদীস-৯১৩)
১৩। ঈদুল আযহার নামাজ সকাল সকাল আদায় করা।
১৪। নিজের পশু নিজে জবাই করা। (বুখারি, হাদীস-২১১২)
১৫। নিজে জবাই না পারলে জবাইয়ের সময় পশুর কাছে দাঁড়ানো। (বায়হাকি, সুনানুল কুবরা)
১৬। নিজের কুরবানির পশুর গোশত খাওয়া। (আল মুসনাদ)