লেখক: শায়েখ আতিক উল্লাহ আতিক।
বাদশাহ দরবারের গণকের কাছে জানতে চাইলেন:
আমার জীবনের আর কতদিন বাকি আছে?
আর মাত্র দশ বছর আছে।
বাদশাহ সীমাহীন পেরেশান হয়ে গেলেন। খাওয়া-নাওয়া ভুলে গেলেন। আর মাত্র এই ক‘টা বছর বাঁচবো?
সবাই মিলে উজীরকে ধরল। আপনি একটা উপায় বের করুন। এভাবে চলতে থাকলে তো রাজ্যপাট সব উচ্ছন্নে যাবে।
উজীর সবাইকে আশ্বাস দিয়ে বিদায় দিলেন। বললেন সব ঠিক হয়ে যাবে।
পরদিন দরবারে সবাই হাজির। রাজা বিষন্নচিত্তে বসে আছেন। উজির দাঁড়িয়ে গণককে প্রশ্ন করলেন:
তুমি বলেছ আমাদের জাঁহাপনা আর দশ বছর বাঁচবেন?
জ্বি
তুমি কত বছর বাঁচবে?
বিশ বছর।
উজীর তলোয়ার বের করে গণককে হত্যা করে রাজাকে বললেন:
জাঁহাপনা! মিথ্যুকের কথা বিশ্বাস করে লাভ নেই।
ইয়া রাব! আমাদেরকে শিরকমুক্ত আকীদা দান করুন। আমীন
Comments