আবৃত্তি এবং সংগিত উৎসবে স্বরশৈলীর ১০ বছর পূর্তি অনুষ্ঠান

মুহাম্মদ মাহবুব হাসান

গতকাল রাজধানী ঢাকার বেইলী রোডের গার্ল গাইডস মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘শুদ্ধবাচনে জাগাই জাতি’ স্লোগান নিয়ে ২০০৬ থেকে পথ চলা স্বরশৈলীর ১০ বছর পূর্তি উপলক্ষ্যে আবৃত্তি উৎসব!

স্বরশৈলীর প্রতিষ্ঠাতা পরিচালক শাহ ইফতিখার তারিকের স্বগত ভাষণ দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি শেষ হয় রাত ৯টায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক ও সাহিত্যিক শরীফ মুহাম্মদ, কবি সাইফ সিরাজ, জীবনধারা’র সম্পাদক মুহাম্মদ জামিল, তাসমিয়া কসমেটিক্স এন্ড ট্রয়লেটিস এর কো-অর্ডিনেটর মাওলানা হাম্মাদ আমীন।

স্বাগত ভাষণে শাহ ইফতিখার তারিখ বলেন, ছোট বেলা থেকেই ইচ্ছা ছিলো শুদ্ধ ভাষায় কথা বলা। সে থেকেই প্রচেষ্টা শুরু, তারপর ২০০৬ সালে স্বরশৈলীর জন্ম। যে লক্ষ উদ্দেশ্য নিয়ে স্বরশৈলী প্রতিষ্ঠিত হয়েছিল, দীর্ঘ দশ বছর পাড়ি দিয়ে এখন তা সফলতার দ্বারপ্রান্তে। আজ আমাদের ছেলেরা দেশব্যপী পারফর্ম করছে কৃতিত্বের সাথে।

প্রধান অতিথির বক্তব্যে লেখক সম্পাদক শরীফ মুহাম্মদ বলেন, ‘আমি বহুদিন পর এমন একটা মনোমুগ্ধকর অনুষ্ঠানে একটা দীর্ঘ সময় অতিবাহিত করলাম। আমাদের এ অঙ্গন থেকে আরো কবিতা দরকার। আরো অনেক কবি দরকার। কবিরা বাবা-মা কিংবা ব্যক্তিগত আবেগ নিয়েও কবিতা লিখবে তবে সেখানে আমি বিশ্বাস করি অবশ্যই ইসলামের কথাও উঠে আসবে।’

অতিথি বক্তব্যে হাম্মাদ আমীন ইসলামি যে কোনো ভালো প্রোগ্রামে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

‘জীবনধারা’ সম্পাদক মুহাম্মাদ জামিল বলেন, আমরাও আগামিতে এমন প্রোগ্রামে পাশে থাকবো তবে তিনি এসব প্রোগ্রাম সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য উপস্থিত সকলের থেকে অঙ্গীকার এবং সহযোগিতা কামনা করেন।

পুরো অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশনায় ছিলেন, আবৃত্তিশিল্পী রাকিব রায়হান, সালেহ আহমাদ, ইসহাক আব্দুল্লাহ, আজহার ইবনে রেজা, সাআদ মাশফিক, আবু বকর জাবের, জুনায়েদ বিন কালিম ও ইমতিয়াজ উদ্দিন মাসরুর প্রমুখ।

সংগীত পররিবেশনায় ছিলেন, জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব।

আরো পড়ুন পোস্ট করেছেন

Comments

লোড হচ্ছে...
শেয়ার হয়েছে