লেখক: শায়েখ আতিক উল্লাহ আতিক।
একটি ফুটফুটে সুন্দর পাখি এক সাদা গোলাবের প্রেমে পড়ল। একদিন প্রেমিক পাখি তার প্রেমিকা গোলাবিকে বলল:
আমি তোমাকে ভালবাসি।
আমি তো তোমাকে ভালবাসি না!
পাখিটি দমে না গিয়ে প্রতিদিন এভাবে ভালবাসার কথা বলে যেতে লাগল। শেষে একদিন গোলাবি বলল:
আমি এক শর্তে তোমাকে ভালবাসতে রাজি।
কী শর্ত?
যেদিন আমার রং লাল হবে, সেদিন আমি তোমাকে ভালবাসব।
পাখিটি পরদিন এসে তার ডানা কেটে ফেলল। ডানার রক্তগুলো দিয়ে সাদা ফুলটাকে রক্তে লাল করে দিল।
গোলাবটি বুঝতে পারল, পাখিটি তাকে কত গভীরভাবে ভালবাসে। কিন্তু তখন আর সময় ছিল না। অতিরিক্ত রক্ষক্ষরণে পাখিটি মারা গিয়েছে।
সুযোগ থাকতেই সুযোগের সদ্ব্যবহার করা উচিত। ইয়া আল্লাহ! আম্মা-আব্বা বেঁচে থাকতেই তাঁদের মর্যাদা বুঝে খিদমাত করার তাওফীক দান করুন। আমীন
Comments