স্বল্পগল্প: ৩

লেখক: শায়েখ আতিক উল্লাহ আতিক।

শায়খ আরীফি বর্তমানে একজন আলোচিত দা‘ঈ। তার আরবি বয়ান সবাই মনোযোগ দিয়ে শোনে। তিনি এক ঘটনা বললেন:

আমি এক মজলিসে বয়ান করছি। সরাসরি সম্প্রচার হচ্ছে। প্রশ্নোত্তর পর্বে এক যুবক ফোন করে বলল:
শায়খ! আল হামদুলিল্লাহ, আমি তাওবা করেছি। কিন্তু আগে যার সাথে সম্পর্ক ছিল তাকে কিছুতেই ভুলতে পারছি না।
আপনি এই দু‘আ বেশি বেশি পড়–ন:
হে আল্লাহ আপনি আমার অন্তরে ঈমান বসিয়ে দিন। আমার শ্রবণে ঈমান বসিয়ে দিন। আমার ঈমান বসিয়ে দিন। আমার পথে ঈমান বসিয়ে দিন।

শায়খ! একটু শুনুন, আমার পূর্বের মা‘শুকার নামও ঈমান।
শায়খ বললেন, একথা শুনে আমার এমন হাসি পেল যে, শেষ পর্যন্ত সম্প্রচার বন্ধ করে দিতে হল।

ইয়া আল্লাহ! আমাদেরকে সব ধরনের হারাম সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখুন। আমীন

আরো পড়ুন পোস্ট করেছেন

Comments

লোড হচ্ছে...
শেয়ার হয়েছে