স্বল্পগল্প: ৪

লেখক: শায়েখ আতিক উল্লাহ আতিক।

পরীক্ষা চলছে। উস্তাজ দেখলেন, জামাতের তিন দুষ্ট ছেলের কোনটাই নেই। পরীক্ষা শেষে তিন মানিকজোড় আসল। গায়ের জামা ছেঁড়া। কাঁদাযুক্ত। পুরো শরীরের এখানে সেখান ধূলোবালি।

তোমাদের আসতে দেরি হল কেন?
উস্তাদজি! আমরা এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলাম। আসার পথে গাড়ির একটা চাকা ফুটো (পাংচার) যায়। তেলও ফুরিয়ে গিয়েছিল। অতিরিক্ত চাকাও ছিল না। আমরা পায়ে হেঁটেই এতদূর পথ এসেছি।

আচ্ছা ঠিক আছে। তোমাদের আজ আর পরীক্ষা দিতে হবে না। আগামীকাল দিবে।

তিনজনকে  তিন কোণে বসালেন। প্রশ্নপত্র দিলেন।
প্রশ্নপত্রে দু‘টি প্রশ্ন ছিল:
তোমার নাম কি (একশতে দশ নাম্বার)।
কোন চাকাটা ফুটো হয়েছিল (একশতে নব্বই)।

ইয়া আল্লাহ! আমাদেরকে বিশুদ্ধ জীবনযাপন করার তাওফীক দান করুন। আমীন।

আরো পড়ুন পোস্ট করেছেন

Comments

লোড হচ্ছে...
শেয়ার হয়েছে