স্যাটেলাইট টিভি চ্যানেলে,নানা পদের প্রোগ্রাম
নাযায়েজ অনুষ্ঠানাদি,অর্থহীন কাজ-কাম !
স্টার প্লাস ও স্টার জলসা,সনি কিংবা স্টার ওয়ান
অশ্লিলতার গাদা-গাদি,নাটক-সিনেমা,নাচ-গান ।
অপসংস্কৃতির আমদানী রোধে,নেই কোন পদক্ষেপ
টাকা উপার্জনই কি সব কিছু ,নাই কারো ভ্রুক্ষেপ !
বাংলা টিভি চ্যানেল গুলোতে,পড়ছে এর প্রভাব
এসব দেখে এদেশবাসীর,খারাপ হচ্ছে স্বভাব ।
তরুন-তরুনীদের প্রেম শেখানোর,কত সুন্দর মাধ্যম
বিবাহীতদের পরকিয়ায়,জড়িয়ে ছাড়ে একদম ।
হিন্দুয়ানী প্রথা শেখায়,শেখায় পশ্চিমা কালচার
মুসলমানদের চেনাই কঠিন,দেখে তাদের স্ট্রাকচার ।
মুসলিম ঘরের ছেলে-মেয়েদের,একি আজব ড্রেসআপ !
পার্ক গুলোতে জোড়ায় জোড়ায়,ঘৃন্য কার্য্যকলাপ !!
ব্যাঙের ছাতার মত কিছু ,গজিয়ে ওঠা ক্লিনীক
আঞ্জাম দেয় গর্ভপাতের,পয়সা কামায় বিদীক ।
যুব সমাজ ধ্বংসের পথে,করছে মাদক সেবন
পর্দাহীনতার ফল ইভটিজিং ,হয়রানির শিকার মা-বোন ।
Comments