স্বল্পগল্প: ৭

নাপিত দোকান। নরসুন্দর (নাপিত) একজন খদ্দেরের চুল কাটছে। এমন সময় একটি ছোট শিশু এসে সেলুনের দরজায় উঁকি মারল। নাপিত ছেলেটাকে দেখেই মুচকি হাসল। খদ্দেরের কানে কানে বলল:
এই ছেলেটা অত্যন্ত বোকা। পাশের বাড়িতে থাকে।
কেন, বোকা কেন?

বিশ্বাস হচ্ছে না? আচ্ছা তাহলে দেখুন।
নাপিত এগিয়ে এসে ড্রয়ার খুলল। একহাতে নিল একশ টাকার একটা নোট, আরেক হাতে পাঁচটা এক টাকার নোট। দুই হাতই ছেলেটার দিকে বাড়িয়ে দিয়ে বলল:
এই নে, তোর যে হাতেরটা ইচ্ছা নিয়ে যা। গিয়ে কিছু কিনে খা।
ছেলেটা এগিয়ে এসে পাঁচটা এক টাকার নোট নিল।
নাপিত খদ্দেরের দিকে তাকিয়ে বলল:
কী আমি বলিনি, এই ছেলেটা আস্ত বুদ্ধু আর হাঁদারাম? ওকে আমি এই পর্যন্ত অনেকবার পরীক্ষা করেছি, প্রতিবারই সে বোকামীর পরিচয় দিদেছে।
খদ্দের লোকটি চুলকাটা শেষ হলে সেলুন থেকে বের হয়ে আসল। অদূরে একটি জটলার উপর চোখ পড়ল। দেখল ছেলেটি আইসক্রিম কিনে খাচ্ছে।
এগিয়ে গিয়ে ছেলেটিকে জিজ্ঞাসা করল:
তুমি এক টাকার নোট আর একশ টাকার নোটের পার্থক্য বোঝ না?
হাঁ, বুঝি।
তাহলে প্রতিবারই কেন একশ টাকার নোটটা না নিয়ে এক টাকার নোটগুলো নাও?
ছেলেটি ঝটিতি উত্তর দিল:
কারণ যেদিন আমি একশ টাকার নোট নিব সেদিন থেকেই এই বোকা বোকা খেলা শেষ হয়ে যাবে। আর আমিও আইসক্রিম খেতে পারব না।
কখনো কখনো আমরা, অজ্ঞতাবশত অন্যকে বোকা মনে করি। তাদের কৃতকর্ম দেখে তাদেরকে স্বল্পবুদ্ধি ঠাউরে বসি। অথচ অবস্থা তার বিপরীত।
আসল বোকাতো সেই যে অন্যকে বোকা মনে করে।
ইয়া আল্লাহ! আমাদেরকে চিন্তা-ভাবনা করে কাজ করার তাওফীক দান করুন। আমীন

 

আরো পড়ুন পোস্ট করেছেন

Comments

লোড হচ্ছে...
শেয়ার হয়েছে