হাঁস-মাংসের রেসিপি!

রন্ধনশিল্পী তাসনিয়া রহমান ।

হাঁসের তেল ঝাল

উপকরণ : হাঁস টুকরা করা ১ কেজি , পিঁয়াজকুচি ১ কাপ, তেল ১/২ কাপ, গরম মশলাগুঁড়া ১ চা চামচ, জিরাগুঁড়া ১ চা চামচ, ধনেগুঁড়া ১ চা চামচ, পিঁয়াজবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ১ চা চামচ, আলু ৩টি ও লবণ স্বাদমতো।

প্রণালি : কড়াইতে গরম তেলে পিঁয়াজ বাদামি করে ভেজে তাতে বাটা ও গুঁড়া মশলা দিয়ে কষিয়ে আলু ও হাঁস দিন, পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রান্না করুন। এবার মাংস সিদ্ধ হলে নামিয়ে পরিবেশন করুন।­­­­­
ডাক রোস্ট

উপকরণ : হাঁস ১টি, ৩ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, টকদই ১/৪ কাপ, বাটা ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, তেল পরিমাণমতো ও লবণ স্বাদমতো।

প্রণালি : হাঁস পরিষ্কার করে তার সাথে সমস্ত মশলা মিশিয়ে ৫ ঘণ্টা মেরিনেট করে নিন. কড়াইতে তেল গরম করে হাঁস দিয়ে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রান্না করুন। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

স্যুট এন সওয়ার দুক বলস

উপকরণ : হাঁসের মাংসের কিমা ১ কাপ, পাউরুটি ২ পিস, ক্যাপসিকাম ১/২ কাপ, পিঁয়াজ ২ টেবিল চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ চা চামচ, সয়া সস ১ চা চামচ, কাঁচামরিচ ৩/৪টি, চিনি স্বাদমতো, তেল পরিমাণমতো ও লবণ স্বাদমতো।

প্রণালি : কিমার সাথে পাউরুটি, পিঁয়াজ, লবণ ও কাঁচামরিচ মিশিয়ে বল বানিয়ে ডুবাতেলে ভেজে তুলুন। এবার করিতে তেল গরম করে পিঁয়াজ ভেজে বল, সস, ক্যাপসিকাম দিয়ে নেড়ে কর্নফ্লাওয়ার অল্প পানিতে গুলে দিয়ে বলক তুলে নামিয়ে পরিবেশন করুন।
লেবু-নারকেলে হাঁস

উপকরণ : হাঁসের মাংস আট টুকরা, নারকেলের দুধ ২ কাপ, নারকেল ফালি আধাকাপ, লেবুর রস ১ টেবিল চামচ, লেবুর খোসা ১ চা চামচ, (কুচি করা), আদা, রসুনবাটা ১ টেবিল চামচ, পিঁয়াজ ১ কাপ, গরম মসলাগুঁড়া ১ চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, হলুদের গুঁড়া সামান্য, কাঁচামরিচ ৪-৫টি, চিনি ২ চা চামচ, দারুচিনি ২ টুকরা, এলাচ ২টি, লবণ স্বাদমতো, তেল আধাকাপ।

প্রণালি : প্রথমে হাঁস ভালো করে পরিষ্কার এবং টুকরা করে ধুয়ে নিতে হবে। সসপ্যানে তেল দিয়ে পিঁয়াজকুচি একটু নরম করে হাঁসের মাংস ভেজে নিতে হবে। তারপর একে একে আদা-রসুনবাটা, হলুদ-মরিচের গুঁড়া, লবণ, দারুচিনি, এলাচ ও নারকেলের ফালি দিয়ে ভালো করে কষে নিতে হবে। কষা হলে নারকেলের দুধ দিয়ে ঢেকে দিতে হবে ৫ মিনিট। মাংস সিদ্ধ হলে লেবুর রস, লেবুর খোসা, কাঁচামরিচ, চিনি এবং সবশেষে গরম মসলার গুঁড়া দিয়ে সাজিয়ে পরিবেশন করা যায় লেবু-নারকেলের হাঁস।
পুর ভরা হাঁসের কাবাব

উপকরণ : হাঁসের মাং­­সের কিমা ১ কাপ, পাউরুটি ৩ পিস, পনিরকুচি ৩ টেবিল চামচ, পিঁয়াজকুচি ৩ টেবিল চামচ, কাঁচামরিচকুচি ১ টেবিল চামচ, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, পুদিনাপাতাকুচি ১ টেবিল চামচ, গুঁড়া ১ চা চামচ, তেল পরিমাণমতো ও লবণ স্বাদমতো।

প্রণালি : কিমার সাথে তেল বাদে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে কাবাব তৈরি করে সেঁকা তেলে ভেজে পরিবেশন করুন।
হাঁসের মালাইকারি

উপকরণ : হাঁস ২টি, নারকেলের দুধ ৬ কাপ, টকদই ১ কাপ, মিষ্টিদই সিকি কাপ, গরুর কাঁচা দুধ ১ কাপ, পিঁয়াজকুচি ১ কাপ, পিঁয়াজবাটা আধাকাপ, আদাবাটা ৪ টেবিল চামচ, রসুনবাটা ২ টেবিল চামচ, জিরাবাটা ১ চা চামচ, বাদামবাটা ২ টেবিল চামচ, পোস্তদানাবাটা ২ টেবিল চামচ, হলুদগুঁড়া ৮ চা চামচ, মরিচগুঁড়া ১ চা চামচ, গোলমরিচগুঁড়া ১ চা চামচ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, জায়ফল-জয়ত্রীগুঁড়া আধা চা চামচ, দারুচিনি ৬ টুকরা, এলাচ ৬টি, লবঙ্গ ৬টি, তেজপাতা ৪টি, ঘি আধাকাপ, তেল পৌনে এককাপ, লবণ পরিমাণমতো, কাঁচামরিচ ৫-৬টি, বেরেস্তা আধাকাপ।

প্রণালি : হাঁস পরিষ্কার করে চামড়াসহ টুকরাগুলো ধুয়ে পানি ঝরিয়ে দুধ, হলুদ মাখিয়ে একঘণ্টা রাখতে হবে। তেল ও ঘি গরম করে তাতে পিঁয়াজ বাদামি রঙে ভেজে সব বাটা মসলা দিয়ে কষিয়ে মাংস দিয়ে কষাতে হবে। লবণ, দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, মরিচ, গোলমরিচ, দই দিয়ে কিছুক্ষণ কষিয়ে ৫ কাপ নারকেলের দুধ ও ২ কাপ গরম পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে। মাংস সিদ্ধ না হলে আরও পানি দিতে হবে। মাংস সিদ্ধ হয়ে ঝোল কমে গেলে এককাপ নারকেলের দুধ, বেরেস্তা, গরম মসলার গুঁড়া, জায়ফল-জয়ত্রীগুঁড়া, কাঁচামরিচ দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রেখে তেলের ওপর এলে মালাই দিয়ে নামাতে হবে। হাঁসের মাংসের মালাইকারি ছিটরুটি, নানরুটি, পরোটা, ভাত অথবা ভুনা খিচুড়ির সঙ্গে পরিবেশন করা

আরো পড়ুন পোস্ট করেছেন

Comments

লোড হচ্ছে...
শেয়ার হয়েছে