লেখক: মুহাম্মাদ সামিউর রহমান পিয়াল
মেয়েরা কেন ঠোঁটে লিপস্টিক লাগায়? উত্তর হলো- ঠোঁটে লিপস্টিক দিলে মেয়েদের আরও আকর্ষণীয় দেখায়। মেয়েরা কাদের কাছে তার নিজের সৌন্দর্য প্রদর্শন করতে কিংবা নিজেকে আকর্ষণীয় করে তুলে ধরতে সাজুগুজু করে রাস্তায় বের হয়, তা মেয়েরাই ভাল বলতে পারবে। কিন্তু তারা যে লিপস্টিকটি ব্যবহার করছে, তাতে যে তাদের শারীরিক ঝুকির সম্মুখিন হবার সম্ভাবনা রয়েছে তা কি তারা জানেন?
এক গবেষণায় দেখা গেছে, লিপস্টিকে ক্ষতিকর কিছু ধাতব পদার্থ থাকে। যেমন সিসা। যদিও এদের উপস্থিতি খুব সামান্য; ১০ লাখ ভাগের মাত্র এক ভাগের সামান্য বেশি (এক পিপিএম)। তবে ভয়টা এখানেই যে, শরীরে সিসা একবার ঢুকলে তা ভেতরেই থেকে যায়। যেহেতু লিপস্টিক ঠোঁট থেকে জিহ্বা হয়ে পেটে যাওয়ার আশঙ্কা থাকে, তাই অল্প হলেও তা অবশ্যই ক্ষতিকর। লিপস্টিকে সিসার উপস্থিতি ধরা পড়ে ২০০৭ সালে (দেখুন, নিউইয়র্ক টাইমস, ২০ আগস্ট ২০১৩)। সে সময় নিরাপদ প্রসাধনীর জন্য ‘বিষ চুম্বন’ (A Poison Kiss) আন্দোলন শুরু হয়।
বিভিন্ন সময়কার গবেষণা বিভিন্ন ব্র্যান্ডের লিপস্টিক থেকে ক্যাডমিডিয়াম, অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, তামা এবং নিকল-এর মতো খনিজ পদার্থের অস্তিত্ব পাওয়া গেছে। গবেষকদের দাবী, লিপস্টিক ব্যবহারের খারাপ দিক তাতক্ষনিক নয়, বরং সুদূর প্রসারী। শরীরের ভেতর ধীরে ধীরে জমা হতে হতে এসকল খনিজ পদার্থসমূহ একসময় বিভিন্ন জটিল রোগ-ব্যাধী দানা বাধতে শুরু করে।
অতএব, সু-স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে বুদ্ধিমতি মেয়েরা অবশ্যই এটা থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিবে, সেটাই কাম্য।
তথ্যসূত্র:
১. http://goo.gl/sPNgZ7
২. http://goo.gl/FPaUFq
Comments