আল্লহ তায়া’লা ও তাঁহার রসুল সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লামের এতাআত বা আনুগত্য সম্পর্কে কুরআনের আয়াত-১

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ ﴿١﴾ الْحَمْدُ لِلَّـهِ رَبِّ الْعَالَمِينَ ﴿٢﴾ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ ﴿٣﴾ مَالِكِ يَوْمِ الدِّينِ ﴿٤﴾ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ﴿٥﴾ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ﴿٦﴾ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ﴿﴾٧

সকল প্রশংসা আল্লহ তায়া’লারই উপযোগী–যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক, যিনি পরম দয়ালু, অতিশয় করুনাময়, যিনি প্রতিফল দিবসের (অর্থাৎ কিয়ামাত দিনের) মালিক; আমরা আপনারই ইবাদাত করি এবং আপনারই নিকট সাহায্য প্রার্থনা করিতেছি। আমাদিগকে সরল পথ দেখান, সেই সকল লোকদের পথ–যাহাদিগকে আপনি নিয়ামাত দান করিয়াছেন, তাহাদের পথ নহে–যাহাদের প্রতি আপনার গজব বর্ষিত হইয়াছে, আর না তাহাদের পথ–যাহারা পথভ্রষ্ট হুয়া গিয়াছে। (সুরা ফাতিহা)

إِنَّ اللَّـهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ ۗ هَـٰذَا صِرَاطٌ مُّسْتَقِيمٌ

নিশ্চয়, আল্লহ তায়া’লা আমারও রব তোমাদেরও রব। সুতরাং তাঁহার ইবাদাত কর, ইহাই সরল পথ। (সুরা আল-ইমরনঃ ৫১)

قُلْ إِنَّنِي هَدَانِي رَبِّي إِلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ دِينًا قِيَمًا مِّلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا ۚ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ ﴿١٦١﴾ قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّـهِ رَبِّ الْعَالَمِينَ ﴿١٦٢﴾ لَا شَرِيكَ لَهُ ۖ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ ﴿١٦٣﴾

আপনি বলিয়া দিন, আমার রব আমাকে একটি সরল পথ দেখাইয়াছেন, ইহা একটি সুদৃঢ় ধর্ম, যাহা ইবরহীমের তরীকা যাহাতে কোন প্রকার বক্রতা নাই এবং তিনি মুশরিকদের অন্তর্ভূক্ত ছিলেন না। আপনি বলিয়া দিন, নিশ্চয়, আমার নামায এবং আমার কুরবানী এবং আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লহর জন্যই, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক, তাঁহার কোন শরীক নাই এবং আমার প্রতি ইহাই আদেশ হইয়াছে এবং আমি সমস্ত অনুগতদের মধ্যে প্রথম (অনুগত)। (সুরা আনআমঃ ১৬১-১৬৩)

قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّـهِ إِلَيْكُمْ جَمِيعًا الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ يُحْيِي وَيُمِيتُ ۖ فَآمِنُوا بِاللَّـهِ وَرَسُولِهِ النَّبِيِّ الْأُمِّيِّ الَّذِي يُؤْمِنُ بِاللَّـهِ وَكَلِمَاتِهِ وَاتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ

আপনি বলিয়া দিন, হে মানবসকল, আমি তোমাদের সকলের প্রতি সেই মহান আল্লহ কতৃক প্রেরিত রসূল, যাহার পূর্ণ আধিপত্য রহিয়াছে আসমানসমূহে এবং যমীনে, যিনি ব্যতীত কেহই ইবাদাতের যোগ্য নহে, তিনিই জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান, অতএব তোমরা আল্লহ তায়া’লার প্রতি ঈমান আন এবং তাঁহার প্রেরিত নবীয়ে-উম্মীর প্রতিও–যিনি স্বয়ং আল্লহ তায়া’লার প্রতি এবং তাঁহার নির্দেশাবলীর প্রতি ঈমান রাখেন এবং তাঁহার অনুসরণ কর, যেন তোমরা সৎপথ প্রাপ্ত হও। (সূরা আ’রাফঃ ১৫৮)

وَمَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّـهِ ۚ وَلَوْ أَنَّهُمْ إِذ ظَّلَمُوا أَنفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّـهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّـهَ تَوَّابًا رَّحِيمًا

আর আমি পয়গম্বরগণকে বিশেষ করিয়া এইজন্য প্রেরণ করিয়াছি, যেন আল্লহর আদেশে তাঁহাদের আনুগত্য করা হয়। আর যদি তাহারা নিজেদের নফসের উপর জুলুম করিবার পর আপনার নিকট উপস্থিত হইত এবং আল্লহর নিকট ক্ষমা চাহিত, আর রসূলও তাহাদের জন্য আল্লহর নিকট ক্ষমা চাহিতেন, তবে অবশ্যই তাহারা আল্লহকে তওবা কবুলকারী, করুণাময় পাইত। (সূরা নিসাঃ ৬৪)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّـهَ وَرَسُولَهُ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَأَنتُمْ تَسْمَعُونَ

হে ঈমানদারগণ, তোমরা আল্লহ তায়া’লা ও তাঁহার রসূলের আদেশ পালন কর, আর সেই আদেশ পালনে বিমুখ হইও না, অথচ তোমরা তো শ্রবণ করিয়াই থাক (সূরা আনফালঃ ২০)

আরো পড়ুন পোস্ট করেছেন

Comments

লোড হচ্ছে...
শেয়ার হয়েছে