উদারতা

বুকেতে বুক নেই

দুখ নেই তাতে

চোখেতে চোখ নেই

সুখ রয় যাতে।

ফোঁটা ফোঁটা জল

গভীরে অতল

চুপে চুপে বয়

আমি অবিকল।

আকাশের আকাশে

বাতাসে যত

বিশালতা, উদারতা

আমারো ততো

উদারতা

 -আহমদ রফিক

আরো পড়ুন পোস্ট করেছেন

Comments

লোড হচ্ছে...
শেয়ার হয়েছে