সাকিবা আহম্মদ
আপনার প্রিয় শিক্ষক কে? এই প্রশ্নের কী কী উত্তর এ পর্যন্ত আপনি শুনেছেন! ইংলিশ টিচার, বিজ্ঞান টিচার অথবা বাসার টিচার? কেউ কি কখনো বলেছে, আমার প্রিয় শিক্ষক আমার মা। বলে থাকলেও হাতে গোনা ক’জন মাত্র। অথচ বিস্ময়কর হলেও সত্য যে, বেশিরভাগ মানুষের জীবনের প্রিয় শিক্ষকের স্থান তার মায়েরই পাওয়ার কথা।
- মা কীভাবে ভাল শিক্ষক হবেন: স্কুলে যাওয়ার পর থেকে শিক্ষা জীবনের শুরু এই কথাটি কিন্তু ভুল। মানুষ জন্মের পর দিন থেকেই তার শিক্ষা জীবন শুরু। খাওয়া, খেলা, বসা, হামাগুড়ি, হাটা, কথা বলা ইত্যাদি ধাপে ধাপে প্রত্যেকে তার সবচেয়ে কাছের মানুষদের থেকে শিখতে থাকে। স্বাভাবিকভাবে সবচেয়ে কাছের সেই মানুষটি কিন্তু আমাদের ‘মা’। আল্লাহ তা’আলা মা কে সকলের উপরে স্থান দিয়েছেন। কারন মায়ের মত স্নেহ মমতা দিয়ে সন্তানকে অন্য কেউ বুঝতে পারবে না। সে তার সন্তানকে যতোটা কাছ থেকে দেখে, যতোটা গভীরভাবে বুঝে অন্য কারো জন্য বুঝাটা খুবই কষ্টের।
- সন্তানকে সঠিক শিক্ষা দান কেন জরুরি: সন্তান আল্লাহ তা’আলার পক্ষ থেকে অতিমূল্যবান একটি উপহার। সেই সাথে সন্তান সবচেয়ে বড় আমানাহ, যেটা রক্ষা করার দায়িত্ব বাবা মা উভয়েরই। এছাড়া সন্তানের লালন পালনের উপরে নির্ভর করছে বাবা মায়ের আখিরাতের কিছু অংশ। দুনিয়ার সাথে দ্বীন শিক্ষা দেওয়াটা তাই এখন শুধু দরকারি বললেই হবে না বরং মনে গেঁথে ফেলতে হবে, এটি ফরয!
- সন্তানের শিক্ষক হওয়া ‘মায়েদের’ জন্য জরুরি: আমাদের শিশুকালের বেশিরভাগ সময় কাটে মায়ের সান্নিধ্যে। এ জন্য বাচ্চার আচার আচরন থেকে শুরু করে মানসিক বিকাশ, চিন্তা ধারা, ধর্মীয় মনোভাব সব কিছুই প্রভাবিত হয় মায়ের মত করে। এ সকল কারণে মায়েদের “মা” হওয়ার পাশাপাশি ‘শিক্ষক’ হিসেবে গুরু দায়িত্ব পালন করাটাও জরুরি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, শুধু কড়াকড়ি ভাবে শিক্ষাদান করলেই কিন্তু কাজ হয় না। শিশুদের কে আপনার নৈতিকতা অনুযায়ী বড় করতে চাইলে তাদের খুব কাছের মানু্ষটি আপনাকেই হতে হবে, হতে হবে তার প্রিয় শিক্ষক।
- দায়িত্বটি এড়িয়ে গেলে যা ঘটতে পারে: ঘর সংসার সামলে সন্তানকে সঠিক শিক্ষায় বড় করাটা কিন্তু সহজ কথা নয়। বিশেষ করে সেই মা যদি আবার কর্মজীবী হোন। এ জন্য প্রয়োজন প্রচণ্ড রকম মানসিক শক্তি। কেননা এই যুগের সন্তানেরা যখন উচ্চ মাত্রার একরোখামি ও অবাধ্যতার পরিচয় দেয়, তখন ধৈর্য্যের পরিচয় দেওয়াটাও মায়েদের জন্য বিরাট পরীক্ষা। এখানে একটি বিষয় হল, সন্তানেরা যদি সঠিক শিক্ষা নিজের ঘর থেকে না পায় তবে সমূহ সম্ভাবনা আছে বাইরের জগত থেকে সে ভুল শিক্ষা গ্রহন করবে এবং সেটি তার জীবনের জন্য ক্ষতি ছাড়া ভাল কিছু আনবে না। তাই সময় পার করে আফসোস করার চেয়ে এখনই পদক্ষেপ নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে।
একজন মাও পারে তার সন্তানের সবচেয়ে উত্তম শিক্ষক এবং সবচেয়ে প্রিয় শিক্ষক হতে। সন্তানদের জন্য এর চেয়ে মূল্যবান এবং আনন্দের আর কী হতে পারে যে, তার মা তার প্রিয় শিক্ষক হওয়ার পাশাপাশি কাছের বন্ধুও হচ্ছেন!
Comments