ইক্বরা -এর উদ্যোগে ১৭ তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০১৭

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর উদ্যোগে ১৭তম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০১৭।


সভাপতিত্ব করবেন : উপমহাদেশের ইলমে ক্বিরাতের কিংবদন্তী, বাংলাদেশের শাইখুল ক্বুররা (প্রধান ক্বারী) হযরত মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ দা. বা. l

স্থান : বাইতুল মুকাররম মসজিদ।

তারিখ : ২৭ জানুয়ারি ২০১৭

সময় : বিকাল ৩টা থেকে

১৭ তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০১৭ যারা আলোকিত করবেন :

  • ডা. আহমাদ আহমাদ নাঈনা ??
  • শাইখ মুহাম্মাদ মুহাম্মাদ আল মুরীজ্বী ??
  • শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী ??
  • শাইখ মুহাম্মাদ আল হুসাইনী ঈত্বা ??
  • ড. আব্দুল ফাত্তাহ আল ফুরাইসী ??
  • ক্বারী কারীম মানসূরী ??
  • ক্বারী ওয়ান আইনুদ্দীন ??
  • ক্বারী আওয়াং হাজ্জ মেতুসসীন ??
  • মাও ক্বারী তৈয়ব জামাল ??
  • মাও ক্বারী মুহাম্মাদ ইউসুফ দা.বা. ??  প্রধান ক্বারী, সভাপতি, ইক্বরা

 মা বোনদের জন্য মহিলা নামাজ কক্ষে বিশেষ ব্যবস্থা থাকবে ।

আরো পড়ুন পোস্ট করেছেন

Comments

লোড হচ্ছে...
শেয়ার হয়েছে