আমাদের কথা
আমরা প্রতিদিন সালাত, ছদাকা, কোরআন তেলওয়াত, যিকির আর্থাৎ ইবাদত করা ছাড়াও, জীবন যাপনের তাগিদে অনেক কাজ করে থাকি। যাকে আমরা নিছক প্রয়োজন ভেবে থাকি। এক্ষেত্রে আমরা দ্বীনের সীমারেখা কি জানার চেষ্টাও করি না। আবার অনেকে জানলেও কিভাবে তা তিনি পালন করবেন তার পথ খুজে পান না ।
এক্ষেত্রে অনেকে এক এক জনকে এক এক ক্ষেত্রে আইকন বা জীবন আদর্শ বানিয়ে থাকে যার ফলে একদিকে যেমন তার আখেরাত বরবাদ হয় অন্যদিকে দুনিয়ার জীবন হয়ে ওঠে কন্টকময়। অথচ এ কাজগুলোকে যদি আমরা রাসূল (ﷺ) কে আদর্শ মেনে, সাহাবা আজমইন (রাযি) দের পদাঙ্ক অনুসরন করে, শরীয়তের গন্ডির মধ্যে থেকেই প্রয়োজন পুরা করি, তবে এইসব কাজ গুলো হবে আমাদের আখেরাতের পাথেয়, তৈরী করতে পারে সুবর্ন সুযোগ নবীর (ﷺ) প্রতিবেশী হওয়ার। তেমনি দুনিয়ার এই জীবন হতে পারে সহজ, শান্তিপূর্ন এবং বরকতময়!
আপনার চলার পথে জীবনধারা যেভাবে আপনাকে সাহায্য করবেঃ
- জীবন- আজ আধুনিকতার যুগে আমরা আজ ভুলতে বসেছি জীবনের মানে! বদলে যাচ্ছে পরিবারের সংজ্ঞা, বিলুপ্তপ্রায় সামাজিক বন্ধন।
আসুন আমরা জীবন থেকে জীবনকে চিনি! - ধর্ম- এ বিভাগটি একদিকে যেমন অভিষ্ঠ লক্ষ্যে পৌছাতে আমাদেরকে পথ দেখাবে অন্যদিকে কন্টকময় পথে হার না মানার অনুপ্রেরোনা যোগাবে।
- আদর্শ জীবন বিভাগ- তুলে ধরবে নবী (ﷺ) ও সাহাবা (রাযি) এবং তাদের অনুসারীদের জীবনী। যাতে আমরা সত্যিকারের আদর্শকে চিনতে এবং অনুসরন করে সফলতা অর্জন করতে পারি।
- জীবন শৈলী- জীবনের লক্ষ্য অর্জনে, আমাদের প্রয়োজন সমূহ ই সবচেয়ে বড় বাধা, যদি না তা সঠিকসময়ে, সঠিকভাবে করা হয়। ইসলামিক ট্রেনজ মেলে ধরবে তার অভিজ্ঞতার ঝুলি যা আপনাকে সাহায্য করবে জীবনের লক্ষ্যকে ঠিক রেখে প্রয়োজন সমূহকে পূরন করতে।
- সাহিত্য ও মাল্টিমিডিয়া- শরীয়তের সীমানার মধ্যে থেকে সুস্থ বিনোদন ও নৈতিকতা শিক্ষা দিবে।
- স্বাস্থ্য সচেতনতা- ইসলামই হচ্ছে মানবদেহের পথ নির্দেশিকা। তাই এই বিভাগে আমরা তুলে ধরব ইসলাম সমর্থিত(কুর’আন, সূন্নাহয় বর্নিত অথবা সমর্থিত) স্বাস্থ্য সচেতনতায় ও রোগ চিকিৎসার পথ ও পাথেয়।
- সাহিত্য ও আর্ট- আমাদেরকে পরিচয় করিয়ে দিবে আমাদের ঐতিহ্য ও শিল্প সংস্কৃতির সাথে এবং সাহায্য করবে মেধা বিকাশে যেটা আমাদেরকে সামনের দিকে আগাতে সাহায্য করবে।
- আমাদের গর্ব- আজ আমরা কি নিয়ে গর্ব করি! কাদের নিয়ে গর্ব করি!
এই বিভাগ পরিচয় করিয়ে দিবে দেশ ও দেশের বাইরের ইসলাম ও দেশের জন্য কাজ করে যাওয়া নিবেদিত প্রাণদের এবং তুলে ধরবে তাদের কর্ম ও কর্ম পন্থা।
আমাদের সকল চেষ্টা প্রচেষ্টা তখনই সার্থক হবে, যখন তা আমাদেরকে ব্যাক্তিগত, সামাজিক তথা রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে ইসলাম পালনে ও গুনাহ থেকে বেঁচে থাকতে এবং অপসংস্কৃতি, অশ্লীলতা প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করবে। এক্ষেত্রে আপনি আপনার দোয়া, পরামর্শ ও ভালবাসার দ্বারা পাশে থেকে আমাদেরকে সাহায্য করুন।
মুহাম্মাদ জামিল।
জীবনধারা পরিবারের পক্ষ থেকে।