গল্প : জলমগ্ন
সুলতান আবদুর রহমান আশরাফ ভিজে জুবুথুবু হয়ে গেছে। ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে সে। খুব শীত করছে। মাথায় পলিথিন প্যাঁচানো, নামে মাত্র। চুল চুঁইয়ে চুঁইয়ে পানি পড়ছে। ফোঁটা ফোঁটা। পাঞ্জাবি গায়ের সাথে সেঁটে গেছে একেবারে। পায়জামা হাঁটুর নিচ পর্যন্ত…