দাওয়াতী কর্মশালায় বাংলাদেশ অাসছেন বিখ্যাত দায়ী মাওলানা কালিম সিদ্দীকি ।

মাওলানা কালীম সিদ্দীকি সাহেবের কথা সবাই শুনেছি। সবাই হয়তো তাকে দেখিনি।

তার একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তিনি, অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন।

মাওলানা কালীম সিদ্দীকি সাহেবের আগমন ও দাওয়াতি কর্মশালা
…….

আলহামদুলিল্লাহ্‌ আগামী ১৬ ই এপ্রিল রোজ শনিবার ৪ দিনের সফরে বাংলাদেশে আসবেন হযরত মাওলানা কালিম সিদ্দিকী দা:বা: ।
২০ এপ্রিল পর্যন্ত সফরসূচি নিম্নে দেওয়া হল ।

*** ১৭/০৪/১৬ রোজ রবিবার
দুইদিনব্যাপী দাওয়াতি প্রশিক্ষণ ও কর্মশালা।
স্থান: মসজিদে আন-নূর, শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, বসিলা রোড, মোহাম্মাদপুর, ঢাকা।

*** ১৮/০৪/১৬ রোজ সোমবার
সকালে যশোর ডরাটোনা মাদ্রাসা
রাতে খুলনা দারুল উলুম মাদ্রাসা

***** ১৯/৪/১৬ রোজ মঙ্গলবার
সকালে বাঘেরহাট
বিকেলে বরিশাল

***** ২০/৪/১৬ রোজ বুধবার
সকাল ৮টা থেকে ১০টা ইসলামী দাওয়াহ্ ইনস্টিটিউট, মান্ডা শেষ মাথায়
দুপুর ১২টা থেকে ২টা মিরপুর “ত” ব্লক মহিলা মাদরাসা (মাস্তুরাত)
উক্ত মহতি কর্মশালায়য় সকলে আমন্ত্রিত।

সার্বিক যোগাযোগ :

 মুহতারাম মুফতি Mufti Jubaer Ahmad ভাই
পরিচালক : ইসলামী দাওয়া ইনিষ্টিটিউট
মান্ডা শেষ মাথা, মুগদা, ঢাকা।

আরো পড়ুন পোস্ট করেছেন

Comments

লোড হচ্ছে...
শেয়ার হয়েছে